Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট ও ফুডপ্যান্ডার মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ৪:০৯ পিএম

দেশের অন্যতম শীর্ষ আইটি শিক্ষা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট ও অনলাইনে খাবার ও গ্রোসারি সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপ্যান্ডার মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী, ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট পরিবারের সকলে (ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, এ্যালামনাই) ফুডপ্যান্ডা থেকে নির্দিষ্ট শতাংশ বিশেষ ছাড়ে খাবার অর্ডার করতে পারবেন।

ফুডপ্যান্ডার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট সেলস সৈয়দ ফায়াদ মুনয়েম, সিনিয়র করপোরেট সেলস এক্সিকিউটিভ হাবিব-উর-রহমান এবং ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্র্যান্ডিং ও মার্কেটিং এর হেড আশরাফ ইনসান ইভান, হেড অব অপারেশন মো. আকরাম হোসাইন নিজেদের প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।

উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যে ক’টি শিক্ষা প্রতিষ্ঠান সূচনালগ্ন থেকেই যুগপৎ ভূমিকা পালন করে আসছে, ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট তার মধ্যে অন্যতম। এশিয়ার শীর্ষস্থানীয় অনলাইন খাবার এবং গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশে ২০১৩ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোর অর্ডার প্রক্রিয়া সহজ ও সুবিধাজনক করার জন্য নিয়ে ‘ফুডপ্যান্ডা ফর বিজনেস’ নামে করপোরেট সেবা চালু করেছে ফুডপ্যান্ডা। করপোরেট গ্রাহকদের জন্য তৈরি এই প্ল্যাটফর্মটিতে বিশেষ ছাড়, অ্যালাওয়েন্স সেটিং অপশন, সহজে বিল পরিশোধ ও আরও অনেক সুবিধাসহ খুব সহজে অর্ডার করা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ