Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন এম আর খান সাতক্ষীরায় দাফন আজ

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন বাংলাদেশে শিশু চিকিৎসার পথিকৃৎ জাতীয় অধ্যাপক ডা. এম আর খান। গতকাল সকালে তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসা হলে সেখানে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বেলা ১২টার দিকে এম আর খানকে শেষ শ্রদ্ধা জানাতে তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। এ সময়ে শহীদ মিনারে দেশের গণ্যমান্য ব্যক্তি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে তাকে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। 

এম আর খান গত শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মত্যুকালে তার বসয় হয়েছিল ৮৯ বছর। তিনি এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় অধ্যাপক ডা. এম আর খানকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান, মিরপুর ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের পরিচালক ডা. এখলাসুর রহমান, বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ইকবাল আর্সলান প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের শিশু চিকিৎসার পথিকৃৎ ও জাতীয় অধ্যাপক এম আর খানের প্রথম জানাজা সেন্ট্রাল হাসপাতালে অনুষ্ঠিত হয়। সেখানে এম আর খানের দীর্ঘদিনের সহকর্মীরা ও চিকিৎসকেরা তার লাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বেলা সাড়ে ১১টায় তার লাশ নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মসজিদে। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মরহুমের লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি সাতক্ষীরার রসুলপুরের উদ্দশে। যাত্রাপথে গতরাতে যশোরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে জানাজা অনুষ্ঠিত হবার কথা। আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় রসুলপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার তাকে দাফন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন এম আর খান সাতক্ষীরায় দাফন আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ