Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ বছরের ঐতিহ্যবাহী ওরশ বন্ধ করে দেয়ার প্রতিবাদ খলিফা ভক্তবৃন্দের

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বরগুনা-২ আসনের সংসদ সদস্য কর্তৃক জেলার বেতাগী উপজেলাধীন কাজীরাবাদ গ্রামে হযরত ওয়াজেদ আলী (র.) এর মাজারে বেআইনীভাবে তালা মেরে দেয়ায় সেখানে বিগত ৪ ও ৫ নভেম্বর ৩৩তম বার্ষিকওরশ অনুষ্ঠিত হয়নি। অথচ বিগত ৩২ বছর যাবত বরগুনা জেলা প্রশাসন মাজারের প্রধান খলিফার বরাবরে লিখিত অনুমতি প্রদান করে আসছেন। ওরশে দেশ-বিদেশ হতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের সমাবেশ ঘটে আসছিল। এর ফলে কাদেরিয়া, চিশতীয়া, নকশবন্দীয়া ও মোজাদ্দেদীয়া-সহ সকল হক তরিকার কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ প্রেক্ষিতে মাজারে অনতিবিলম্বে হাজার হাজার ভক্তবৃন্দ ও জনগণের স্বার্থে মাজার শরীফের তালা খুলে দিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি ওরশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর একান্ত হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩০ বছরের ঐতিহ্যবাহী ওরশ বন্ধ করে দেয়ার প্রতিবাদ খলিফা ভক্তবৃন্দের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ