Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা মুসলমানদের নীতি-----------ইসলামী ঐক্যজোট

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, মধ্যপন্থা ও পরিমিতি রক্ষা করে সীমালঙ্ঘন, উগ্রতা, চরম্পন্থা ও উসকানিমূলক তৎপরতা প্রতিহত করতে হবে। সব ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা এবং নিরাপদ শান্তিপূর্ণ সহাবস্থান ও ইনসাফপূর্ণ ভারসাম্য রক্ষা মুসলমানদের নীতি। আমরা মনে করি অমুসলিম জনগোষ্ঠীর মধ্যেও এই নীতি বিস্তার লাভ করা প্রয়োজন। মুফতি আমিনীর (রহ:) রেখে যাওয়া আমানত ইসলামী ঐক্যজোটের প্রতিটি নেতাকর্মীকে শয়তান ও তাগুতের সব অপতৎপরতা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। গতকাল রবিবার সকালে লালবাগে ইসলামী ঐক্যজোট সিলেট জেলা ও যশোর জেলা নেতৃবৃন্দের এক যৌথ সভায় মুফতী ফয়জুল্লাহ একথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন, মাওলানা আবুল কাশেম, যশোর জেলা সভাপতি মাওলানা শহীদুল ইসলাম ইনসাফী, মুফতী ইবরাহীম, সিলেট জেলা সভাপতি মাওলানা আসলাম রহমানী, মাওলানা আবদুল মালেক, মাওলানা এম.এ নূর কাসেমী প্রমুখ।
মুফতী ফয়জুল্লাহ বলেন, কোনো অমুসলিম ইসলাম অবমাননা করলে, তবে ঐ ধর্মের ধর্মগুরু ও সামাজিক নেতৃবৃন্দের পক্ষ থেকেও এর প্রতিবাদ হওয়া উচিত। মসজিদে যদি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের অধিকার রক্ষার আলোচনা কাম্য হয় তাহলে মন্দিরে, গির্জায় সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের ধর্মানুভূতি এবং ধর্মীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার আলোচনাও কাম্য। উদোর পি-ি বুদোর ঘাড়ে চাপানোর কৌশল কাম্য নয়। রাজনীতির নোংরা খেলা বন্ধ করতে হবে। অপরাজনীতির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সব ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা মুসলমানদের নীতি-----------ইসলামী ঐক্যজোট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ