গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আজ রাজধানীর রামপুরা এলাকায় ভেজাল মদ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। কারখানাটিতে অভিযান চালিয়ে ভেজাল মদ তৈরির রঙ, স্পিরিট ও বিপুল পরিমাণ উপকরণ জব্দ করেছে ডিএনসি।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) রাজধানীর রামপুরা এলাকায় একটি ভেজাল মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে। আগামীকাল শুক্রবার সকালে ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।