Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দরগাহপুর মাদরাসায় খতমে বুখারি সম্পন্ন

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর মাদরাসার খতমে বুখারি অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে মাদরাসা মসজিদে সম্পন্ন হয়।
মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান শায়খে দরগাহপুরীর উপস্থিতিতে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইসহাক আলী, মাওলানা জাকির হুসাইন, আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ শিক্ষা বোর্ডের মহাসচিব ও সুনামগঞ্জ মাদানিয়া মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুল বছীর, মাদরাসার শিক্ষক হাফিয মাওলানা ইমদাদুল হক, আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার প্রমুখ।
খতমে বুখারি শেষে মাদরাসার ফাজিলদের সংগঠন ‘আল-হক্ব ফুজালা পরিষদ দারুল উলূম দরগাহপুর’-এর নতুন কমিটি গঠন করা হয়। মাওলানা আনোয়ার পাশাকে সভাপতি, মাওলানা নুরুল মুত্তাকীনকে সাধারণ সম্পাদক ও মাওলানা শিহাব উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান শায়খে দরগাহপুরী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দরগাহপুর মাদরাসায় খতমে বুখারি সম্পন্ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ