Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ৮:৩৫ পিএম

তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে রাজধানীতে কর্মীসভা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (০৩ মার্চ) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর অন্তর্গত মিরপুর থানার ৭ ও ১২ নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়। মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব এসএম রুস্তম আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ। আরো বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক যুগ্ম-সম্পাদক পদমর্যাদা প্রকৌশলী মাহবুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক রায়হান হাসান, মিরপুর থানার যুগ্ম আহ্বায়ক নূরনবী ফরাজী মুক্তার, কে এম ইয়াহিয়া সামী, হারুন-অর-রশিদ জিন্দা, রিপন সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মীসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজুর পিতা সাবেক পাঁচবারের এমপি এসএ খালেকের আশু রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ