Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিশুতোষ অনুষ্ঠান বই পড়ি জীবন গড়ি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ১২:১৬ এএম

শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চ্যানেল আই ও রুম টু রিড বাংলাদেশ আয়োজন করেছে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘বই পড়ি জীবন গড়ি’। এই প্রকল্পটি জাতীয় কারিকুল্যাম ও টেক্সট বুক বোর্ড এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদিত শিশুদের পাঠ অভ্যাস গড়ে তোলার একটি কর্মসূচি। প্রতিটি অনুষ্ঠানে রুম টু রিড বাংলাদেশ প্রকাশিত গল্পের বই থেকে উপস্থাপন করা হবে।এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে গত ১ মার্চ এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রুম টু রিড বাংলাদেশ-এর পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি ডিরেক্টর রাখি সরকার এবং চ্যানেল আই এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এ সময় উভয় পক্ষের উর্ধ্বতনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয় ৪০ পর্বের ‘বই পড়ি জীবন গড়ি’ এ অনুষ্ঠানটি ৪ মার্চ থেকে প্রতি শুক্রবার সকাল ১০:৩৫ মিনিটে প্রচার হবে। পুনঃপ্রচার হবে প্রচারের পরদিন শনিবার ভোর ৫:৩০ মিনিটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুতোষ অনুষ্ঠান বই পড়ি জীবন গড়ি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ