মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের সপ্তম দিন চলছে আজ। দেশটিতে হামলা জোরদার করেছে রাশিয়া। এতে করে ফার্মেসি এবং হাসপাতালে ওষুধ বিতরণে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ওলেহ লায়াশকো। তাই জরুরি মানবিক করিডোর চেয়েছেন তিনি। বুধবার (০২ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
করোনা রোগীদের মেডিকেল অক্সিজেন সরবরাহের বিষয়ে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে পর্যাপ্ত অক্সিজেন স্টক রয়েছে।
এর আগে, ইউক্রেনে অক্সিজেন সরবরাহ পরিস্থিতি খুব বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে জানান ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস ও ইউরোপের আঞ্চলিক পরিচালক ড. হান্স ক্লুজ। তারা বলেন, দেশটির বেশিরভাগ হাসপাতালের অক্সিজেন রিজার্ভ আগামী ২৪ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যেতে পারে। কোনও কোনও হাসপাতালে ইতিমধ্যেই ফুরিয়ে গেছে। এতে করে দেশটিতে হাজার হাজার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলেও জানান। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।