Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিডা’র ওএসএস পোর্টালে যুক্ত হলো আরো দুই সেবা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ৫:৪৭ পিএম

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে নতুন ভাবে যুক্ত হয়েছে আরো দুইটি সেবা। বুধবার (২ মার্চ) বিডা’র কনফারেন্স কক্ষে নতুন দুই সেবার উদ্বোধন ঘোষণা করা হয়। যুক্ত হওয়া নতুন দুই সেবা হলো, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদান এবং সোনালী ব্যাংক লিমিটেডের অনলাইন ব্যাংক হিসাব খোলা সেবা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডা’র নির্বাহী সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন বলেন, বিনিয়োগকারীদের সর্বোচ্চ বিনিয়োগ সেবার দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা, আমরা ইতোমধ্যে ১৬টি প্রতিষ্ঠানের ৫৬টি সেবা দিয়ে আসছিলাম আজ আরো ২ টি সেবা যুক্ত হওয়ায় এখন থেকে বিডা ওএসএস সার্ভিস পোর্টালে ১৯ টি সংস্থার ৫৮টি বিনিয়োগ সেবা পাওয়া যাবে।

তিনি বলেন, শুধু সেবা প্রদানই নয় সেবা গ্রহণের জন্য গ্রাহকদের মাইন্ডসেট এবং সচেতন হতে হবে। সেবার গ্রহণের জন্য বিনিয়োগকারীদের এখন আর বিভিন্ন অফিস বা দপ্তরে যাওয়ার দরকার নেই, তারা ঘরে বসেই সহজে এসেবা পাবেন। সেবার বিপরীতে এখন কিছু চার্জ লাগলেও দুই তিন বছর পরে সেগুলো বিনামূল্যে পাওয়া যাবে। সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক, মো. আতাউর রহমান প্রধান বলেন, বিডা ওএসএস এর সাথে সোনালী ব্যাংক লি. এর অনলাইন ব্যাংক হিসাব খোলার সেবাটি যুক্ত হওয়ায় বিনিয়োগকারীরা বিশ্বের যেকোন প্রান্ত থেকে সোনালী ব্যাংকের যে কোন শাখায় হিসাব (একাউন্ট) খুলতে পারবেন। দেশব্যাপী আমাদের ১২২৯টি শাখা রয়েছে এবং সবই অনলাইনের আওতাভুক্ত এবং বিডা ওএসএস এর মাধ্যমে সব শাখা থেকেই এ সেবা গ্রহণ করা যাবে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, প্রধান রাজস্ব কর্মকর্তা, মো. আব্দুল হামিদ মিয়াঁ বলেন, বিডা ওএসএস পোর্টালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স প্রদান সেবাটি যুক্ত হওয়ায়, বিনিয়োগকারীরা অতি সহজে বিডা ওএসএস মাধ্যমে সরকার নির্ধারিত ফি প্রদান করে (সরকার নির্ধারিত আবাসিক এলাকা বাদে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স নিতে পারবেন, এর জন্য বিনিয়োগকারীদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যাওয়ার দরকার পড়বে না।

বিডার উপপরিচালক সৈয়দা সাদিয়া নূরীয়া এর সঞ্চালনায়, বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন, এ সময়ে বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বিডা ওএসএস হালনাগাদ চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনা করেন। এছাড়াও অনুষ্ঠানে মো. মামুন মিয়া, উপ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, এম আব্দুর রহমান, উপপ্রধান, মেট্রোপটিলন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, জাহিদুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক, বিজনেস অটোমেশন লিমিটেড প্রমুখ বক্তব্য রাখেন।##

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ