Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাউরুটি দিয়ে সুস্বাদু মালাই রোল তৈরির রেসিপি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১১:২৭ পিএম

পাউরুটি প্রায় সব বাড়িতেই কেনা হয়। বিশেষ করে সকালের নাস্তায় পাউরুটি না থাকলে চলে না অনেকেরই। কেউ জ্যাম মাখিয়ে খেতে ভালোবাসেন, কেউ আবার কলা দিয়ে বা দুধে ভিজিয়ে। কিন্তু এই পরিচিত পাউরুটি দিয়েই তৈরি করা যায় মজাদার সব খাবার। আজ চলুন জেনে নেওয়া যাক পাউরুটি দিয়ে মালাই রোল তৈরির রেসিপি-

মাওয়ার জন্য যা লাগবে

গুঁড়া দুধ- ১/২ কাপ

ঘি- ২ টেবিল চামচ

চিনি- ২ টেবিল চামচ

তরল দুধ- ১/২ কাপ।

রাবড়ি দুধের জন্য যা লাগবে

তরল দুধ- ২ কাপ

কনডেন্সড মিল্ক- ১/৪ কাপ

এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ

জাফরান ভেজানো দুধ- ২ টেবিল চামচ

গুঁড়া দুধ- ১/৪ কাপ।

ডেকোরেশনের জন্য যা লাগবে

চেরি ও পেস্তা বাদাম- পরিমাণমতো।

এছাড়াও যা লাগবে

পাউরুটি- ১০ স্লাইস।

যেভাবে তৈরি করবেন

ফ্রাইপ্যানে বাটার দিন গরম হতে দিন। বাটার গলে গেলে তাতে তরল দুধ দিয়ে জাল দিন। দুধ ফুটে উঠলে চিনি দিয়ে নাড়ুন। এবার এতে গুঁড়া দুধ দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে প্যান থেকে উঠে আসলে মাওয়া নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে ১০টি রোল তৈরি করে রাখুন।

রাবড়ি দুধ তৈরি করার জন্য তরল দুধ, কনডেন্সড মিল্ক, গুঁড়া দুধ ও এলাচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়ে জাল দিন। এবার তাতে জাফরানে গোলানো দুধ মিশিয়ে দিন। দুধ ঘন হয়ে এলে নামিয়ে রাখুন।

এবার প্রয়োজনমতো পাউরুটি নিয়ে চারপাশের বাদামি অংশ কেটে বাদ দিন। তারপর আগে থেকে তৈরি করে রাখা মাওয়ার রোল পাউরুটির মাঝখানে দিয়ে মুড়িয়ে রোল তৈরি করে নিন। একইভাবে সবগুলো রোল তৈরি করে নিন। গার্নিশের জন্য মালাই রোলের দুই পাশে পেস্তা বাদাম কুচি এবং মাঝখানে চেরি দিন। ফ্রিজে কিছুক্ষণ রেখে দিন। ঠান্ডা হলে বের করে পরিবেশন করুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন