Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্ণফুলী গ্যাসের অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ভিজিল্যান্স কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল রোববার নগরীর বায়োজিদ এবং পাঁচলাইশ থানাধীন বার্মা কলোনি এবং হিলভিউ আবাসিক এলাকায় কেজিডিসিএলের ভিজিল্যান্স টিম নিয়মিত অভিযান পরিচালনা করে। অভিযানে উল্লিখিত এলাকায় আবাসিক সংযোগ হতে বাণিজ্যিক উদ্দেশ্যে গ্যাস ব্যবহারের দায়ে নুর স্পেশাল হাওয়াই মোমবাতি ফ্যাক্টরি এবং হিলভিউ ঝালবিতান নামে দু’টি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ৯টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে সরকারি পাওনা অর্থ আদায়সহ গ্যাস আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিয়মিত মামলা করা হবে বলে কেজিডিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় কেজিডিসিএলের ভিজিল্যান্স টিমের সহকারী প্রকৌশলী পলাশ সরকার উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্ণফুলী গ্যাসের অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ