নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ক্রীড়াবান্ধব শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথম জাতীয় নারী ডজবল প্রতিযোগিতার ফাইনাল বুধবার। এদিন বেলা ৩টায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ আনসারের মুখোমুখি হবে পুলিশ। এর আগে মঙ্গলবার টুর্নামেন্টের দুই সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রথম সেমিফাইনালে ৬-২ পয়েন্টে পরাণ মখদুম স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠে আনসার। একই ভেন্যুতে দ্বিতীয় সেমিতে পুলিশ ৯-৩ পয়েন্টে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। একই ভেন্যুতে স্থান নির্ধারণী ম্যাচে পরাণ মখদুম ৬-১ ব্যবধানে ময়মনসিংহকে হারিয়ে তৃতীয় হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।