Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ধারাবাহিক নাটক চিটার অ্যাণ্ড জেন্টলম্যান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১২:০৯ এএম

নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘চিটার অ্যাণ্ড জেন্টলম্যান’। এ নাটকের রচয়িতা ও নির্মাতা সঞ্জিত সরকার। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, আরফান আহমেদ, সাজু খাদেম ও আ খ ম হাসান, ডা. এজাজুল ইসলাম ,আব্দুল্লাহ রানা, ফারুক আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর, নাবিলা বিনতে ইসলাম, প্রাণ রায়, আইরিন তানি’সহ আরো অনেকে। নাটকটির গল্প প্রসঙ্গে সঞ্জিত সরকার বলেন, ‘আমাদের আশেপাশে এমন কিছু গ্রাম আছে যেখানে শহরের মানুষ গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ করে জায়গা জমি কিনতে চান। আবার সেসব জায়গায় রিসোর্ট করে আশে পাশের জায়গা জোর করে দখল করতে চায়। এসব জটিলতা নিয়েই এই নাটকের গল্প। ধারাবাহিকটি নিয়ে আমি আশাবাদী।’ নাটকে অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘সঞ্জিত দা গুণী নাট্যকার ও মেধাবী নির্মাতা। চেষ্টা করেন ভালো গল্প নিয়ে নাটক নির্মাণ করতে। আমার বিশ^াস, এ নাটকটি দর্শকের ভালো লাগবে। আমরা যারা এতে কাজ করেছি প্রত্যেকেই যার যার চরিত্রে যথাযথভাবে অভিনয় করার চেষ্টা করেছি। আরফান বলেন, সঞ্জিত দা’র গল্প ভাবনা আমার ভীষণ ভালো লাগে। এই ধারাবাহিকটিরও গল্প ভাবনা এক কথায় অসাধারণ। আমি আমার চরিত্রটি নিয়ে আশাবাদী।’ সঞ্জিত সরকার জানান, আগামী ১২ মার্চ থেকে আরটিভিতে রাত দশটায় সপ্তাহে চারদিন নাটকটি প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিটার অ্যাণ্ড জেন্টলম্যান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ