গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ইউক্রেনে রুশ সামরিক অভিযান বন্ধ এবং আমেরিকার নেতৃত্বে ‘সাম্রাজ্যবাদী যুদ্ধ জোট’ ন্যাটো ভেঙে দেওয়ার দাবিতে ঢাকায় বিক্ষোভ করেছে বাসদ (মার্কসবাদী)। গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর পুরানা পল্টন এলাকায় এ কর্মসূচি পালিত হয়েছে।
বিশেষ সাংগঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মানস নন্দীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রানার পরিচালনায় বিক্ষোভে বক্তব্য রাখেন আ ক ম জহিরুল ইসলাম ও রাশেদ শাহরিয়ার। নেতারা বলেন, ‘সাম্রাজ্যবাদী দুটি দেশ আমেরিকা ও রাশিয়া পরস্পরের প্রভাব বলয় সৃষ্টির অশুভ প্রতিদ্বন্দ্বিতা এবং বিশেষভাবে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো যুদ্ধ জোট সম্প্রসারণের পরিকল্পনায় ইউক্রেনকে যুক্ত করায় বর্তমান পরিস্থিতির উদ্ভব হয়েছে।
তারা বলেন, এই পরিস্থিতিতে দুনিয়ার দেশে দেশে যুদ্ধ ও অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী সাম্রাজ্যবাদী শক্তিগুলো তৎপর হয়ে উঠেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।