নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এবার মাঠে গড়ানোর অপেক্ষায় টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও থাকবে দর্শক। মিরপুরে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি দেখা যাবে ১০০ টাকায়।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সর্বোচ্চ ১০০০ হাজার টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে উপভোগ করা যাবে খেলা। আর সর্বনিম্ন ১০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখা যাবে।
সিরিজের শুরুর আগের দিন বুধবার (২ মার্চ) মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট বিক্রি শুরু করা হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত বিক্রি করা হবে টিকিট। টিকিট থাকা সাপেক্ষে ম্যাচের আগের দিন সকালেও টিকিট বিক্রি করা হবে।
গ্র্যান্ড স্ট্যান্ড, ইস্টার্ন স্ট্যান্ড ছাড়াও ভিআইপি স্ট্যান্ড, ক্লাব হাউজ এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করা যাবে। এই স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে গুনতে হবে যথাক্রমে ৫০০ টাকা, ৩০০ টাকা এবং ১৫০ টাকা।
বাংলাদেশ -আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ সূচি
১ম টি-টোয়েন্টি- ৩ মার্চ
২য় টি-টোয়েন্টি- ৫ মার্চ
ম্যাচই শুরু হবে দুপুর তিনটায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।