গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনাররা। গতকাল সোমবার বিকালে সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে কমিশনাররা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এমিলি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, মো. আলমগীর, আনিছুর রহমান, ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারসহ ইসি কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু জাদুঘরের পক্ষ থেকে নতুন কমিশনারদের উপহার দেওয়া হয় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই।
সিইসিসহ নির্বাচন কমিশনাররা শপথগ্রহণের পর প্রথমদিন সকালে কমিশনে আসেন। তখন ইসি কর্মকর্তারা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এরপর ইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নতুন সিইসিসহ নির্বাচন কমিশনাররা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।