মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব বিতর্কের মাঝেই মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নদভী। গত রোববার তিনি বলেছেন যে ভারতের জনগনের মাথায় স্কার্ফ পরার উপর কোনও নিষেধাজ্ঞা নেই।
মুখতার আব্বাস আরও বলেন, জনগণকে বুঝতে হবে যে সাংবিধানিক অধিকার এবং কর্তব্যগুলো সমান গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংখ্যালঘু বিষয়ক এই মন্ত্রী বলেন, ‘বিষয়টি আদালতে রয়েছে...। তবে ভারতে হিজাব পরার উপর কোন নিষেধাজ্ঞা নেই। এটা স্পষ্ট...অবশ্যই, কিছু প্রতিষ্ঠানের নিজস্ব শৃঙ্খলা, ড্রেস কোড এবং ইউনিফর্ম আছে।’
তিনি আরও বলেন, আমরা যখন সংবিধানের অধিকারের কথা বলি, তখন আমাদের সাংবিধানিক কর্তব্য সম্পর্কেও কথা বলতে হয়। তবে তিনি হিজাব নিয়ে ওই বক্তব্যের বাইরে বিস্তারিত কিছু বলেননি। সূত্র : ডেকান হেরাল্ড, টেলিগ্রাফ ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।