Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জুরিবোর্ডের বিচারে শাকিব সর্বোচ্চ নম্বর না পাওয়ায় পুরস্কার পাননি-রিয়াজ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর গানে এক শিল্পীর পুরস্কার পাওয়া নিয়ে বেশ সমালোচনা হয়। এবার শাকিব খানের ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু করেছে তার পুরস্কার না পাওয়া নিয়ে। তাদের বক্তব্য হচ্ছে, শাকিব খানকে জাতীয় পুরস্কার দেয়া উচিৎ ছিল। এখানেই তারা সমালোচনায় সীমাবদ্ধ নন, তারা শাকিবের জাতীয় পুরস্কার না পাওয়ার কারণও বলেছেন। তারা দাবী করছেন, চিত্রনায়ক রিয়াজ জুরিবোর্ডে থাকায় শাকিব পুরস্কার পায়নি। তার কারণে সিয়াম পুরস্কার পেয়েছে। এ ব্যাপারে জুরিবোর্ডের সদস্য রিয়াজের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বরাবরই সমালোচনা হয়, এটা নতুন কিছু নয়। এবার গান নিয়ে সমালোচনা হচ্ছে। সেরা নায়ক নিয়ে সমালোচনা হচ্ছে। বাস্তবতা হচ্ছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ১৩ জনের যে জুরিবোর্ড গঠন করা হয় তারা এই পুরস্কার দেওয়ার অধিকার রাখে না। জুরিবোর্ডের কাজ হচ্ছে সুপারিশ করা। ১৩ জন মিলে যে নম্বর দেয়া হয়, সেই নম্বরের ভিত্তিতে যার নম্বর বেশি হয়, তার জন্য জুরি বোর্ড শুধু সুপারিশ করেত পারে। এ সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় চাইলে রাখতেও পারে, না-ও পারে। কোনও কিছুর দায় জুরি বোর্ডের ওপর বর্তায় না। শাকিবের পুরস্কার না পাওয়া এবং সিয়ামের পুরস্কার পাওয়া প্রসঙ্গে রিয়াজ বলেন, আমি জুরিবোর্ডে ছিলাম বলে সিয়াম আহমেদ পুরস্কার পেয়েছে, অন্য কোনও শীর্ষ নায়ক পুরস্কার পায়নি, এটা সঠিক নয়। আগেই বলেছি, সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে জুরিবোর্ড সিদ্ধান্ত নিয়ে থাকে। জুরিবোর্ড যে নম্বর দেয়, তা কোনও শীর্ষ নায়ক দেখে নম্বর দেয় না। যেকোনো অভিনেতার অভিনয় দক্ষতা, পারফরম্যান্স আর সিনেমাটির সঙ্গে তার একাত্বতা ইত্যাদি বিষয় বিবেচনা করে নম্বর দেয়া হয়। এক্ষেত্রে যিনি এগিয়ে থাকেন, তিনি বেশি নম্বর পেয়ে থাকেন। জুরিবোর্ডের বিচারে শাকিব সর্বোচ্চ নম্বর পাওয়ায় পুরস্কার পাননি। এটা সিম্পল বিষয়। উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয় ২৭ বিভাগে ২০২০ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ