Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টম ক্রুজ কতটা রাগী জানালেন তার প্রাক্তন ম্যানেজার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

হলিউড তারকা টম ক্রুজ কতটা রাগী তার কিছুটা নজির দেখা গেছে সামাজিক মাধ্যমে। ‘মিশন : ইম্পসিবল সেভেন’ ফিল্মের সেটে কতিপয় কর্মী কোভিড-৯ স্বাস্থ্যবিধি না মেনে এলে ক্রুজের মেজাজ বিগড়ে যায় এবং তিন যাচ্ছেতাই গালাগালি করে যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের যৌক্তিক ব্যাখ্যা না দিলে বহিষ্কার করা হবে বলে হুমকি দেন। এর অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর অভিনেতার সাবেক ম্যানেজার আইলিন বার্লিন জানান এমন রাগারাগি তার জন্য নতুন নয়। বার্লিন জানান, ক্রুজের বাবা তার শৈশবে তার ওপর খবরদারী করতেন তার প্রভাব তার মনের ওপর স্থায়ী হয়ে যায়। তিনি জানান, একবার ক্রুজকে তার ১৯তম জন্মদিনে তিনি একটি ছবির অ্যালবাম উপহার দিয়েছিলেন। কিন্তু তরুণ টম কোনও কারণে রেগে যান এবং তার উদ্দেশে চেঁচামেচি করতে শুরু করেন আর অ্যালবামটি ছুড়ে মারেন তা আইলিনের গালে এসে আঘাত করে। টমি ভীষণ রাগী ছিল। তার বাবার প্রতি তার খুব রাগ ছিল। সে খুব খেয়ালী আর অল্পতেই রেগে যেত। তা একসময় বিস্ফোরিত হত। নিরাপত্তাহীনতা থেকে এমনটা হয়েছে বলে আমার বিশ্বাস। সে বলেছিল, প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য কর, কিশোর হিসেবে নয়। ক্রিস্টোফার ম্যাকোয়েরি পরিচালিত ‘মিশন : ইম্পসিবল সেভেন’ ফিল্মে ক্রুজ ইথান হান্টের ভূমিকায় ফিরছেন, আরও অভিনয় করেছেন ভিং রেমস, হেনরি জার্নি, সায়মন পেগ, রেবেকা ফার্গুসন এবং ভ্যানেসা কার্বি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টম ক্রুজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ