মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অব্যাহত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, বর্তমানে রাশিয়ার কাছে কমপক্ষে সাড়ে ৬ হাজারেরও বেশি পরমাণু অস্ত্র রয়েছে। যার মধ্যে প্রায় দেড় হাজারের বেশি অস্ত্র মোতায়েন রয়েছে যুদ্ধক্ষেত্রে।
রোববার এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছি দেশের সমস্ত পরমাণু অস্ত্রকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত রাখার জন্য।’ পুতিনের এই বিবৃতির পর উদ্বেগ বেড়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। মস্কোর ভান্ডারে যে পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে, এবার যদি যুদ্ধক্ষেত্রে সেগুলি প্রয়োগ করা শুরু হয়, তাহলে কী পরিস্থিতির সৃষ্টি হবে, তা ভেবে শঙ্কিত সব মহল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের পারমাণবিক অস্ত্র প্রয়োগে বিধ্বস্ত হিরোশিমা, নাগাসাকির। বীভৎসতার স্মৃতি যেন উসকে দিল পুতিনের এই বিবৃতি।
গত কয়েক দিনের লড়াইয়ে রাশিয়ার প্রায় ৪ হাজার ৩০০ সেনার মৃত্যু হয়েছে। এমনই দাবি জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্নান মালিয়ার জানিয়েছেন, গত চারদিনের যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর তাদের ৪ হাজার ৩০০ সেনাকে হারিয়েছে। এছাড়া যুদ্ধ শুরু থেকে এখনও পর্যন্ত তাদের ১৪৬টি যুদ্ধ ট্যাঙ্ক, ২৭টি যুদ্ধবিমান এবং ২৬টি হেলিকপ্টার নষ্ট হয়েছে। যদিও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তরফেও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন পুতিন। পাশাপাশি, পারমাণবিক অস্ত্র ভাণ্ডারেও শান দিয়ে রাখছেন রুশ প্রেসিডেন্ট।
তবে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে রোববারই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কিকেও আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু, জেলেনস্কি তাতে সাড়া দেননি বলে অভিযোগ। যদিও রোববার বিনা শর্তে আলোচনায় বসতে রাজি হন তিনি। এখন যুদ্ধ শেষ হয় কিনা সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।