Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘাটাইলে ১০ টাকা কেজির চালসহ আটক ১

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা

টাঙ্গাইলের ঘাটাইলে ১০ টাকা কেজি টাকা দরের সরকারি চাল কালোবাজারে বিক্রির সময় ৫০ বস্তা চালসহ ১ জন আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার হামিদপুর বাজার থেকে মোঃ খোরশেদ আলম (৩৫) নামে এক কালোবাজারি আটক করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, ১০ টাকা কেজির সরকারি চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্য একটি চক্র উপজেলার দেওপাড়া ইউনিয়নের দেলুটিয়া বাজার থেকে একটি মিনি ট্রাক ভর্তি ৫০ বস্তা চাল হামিদপুর বাজারে নিয়ে যাচ্ছিল। এ সময় হামিপদপুর বাজারের মা স্ট্রিলের সামনে এলাকাবাসী ট্রাকটির গতিরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মিনি ট্রাক ভর্তি ৫০ বস্তা চালসহ খোরশেদ আলমকে আটক করে। আটককৃত খোরশেদ আলম ঘাটাইল উপজেলার দেওনাপাড়া গ্রামের আমজাদ আকন্দের ছেলে। এ সময় চাল কালোবাজারি চক্রের অপর ৩/৪ সদস্য পালিয়ে যায় ধৃত খোরশেদ আলম জানায়। এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, ঘাটাইল থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘাটাইলে ১০ টাকা কেজির চালসহ আটক ১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ