Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাকের চাপায় হতাহত ২

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা

পুঠিয়ায় ট্রাকের চাপায় আনছার আলী (৬০) নামের এক ভ্যান আরোহী নিহত ও ভ্যান চালক আমির আলী (৩০) গুরুতর আহত হয়েছে। নিহত অনছার আলী চারঘাট উপজেলার গাঁ শিবপুর গ্রামের মৃত তামেজ মোল্লার ছেলে ও আহত ভ্যান চালক আমির আলী নিহত আনছার আলীর ছেলে। প্রত্যেক্ষদর্শীরা জানায়, গতকাল রোববার দুপুর পৌনে ১২টার সময় ঢাকা-রাজশাহী মহসড়কের উপজেলা সদরের ত্রিমোহনী মসজিদ মোড় এলাকায় মৃত আনছার আলী ভ্যান করে মহাসড়ক পার হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকা গামী ট্রাক নং (ঢাকা মেট্রো ট-১৮-১৯৫৩) তাদেরকে চাপা দেয়। সে সময় ভ্যান আরোহী ও ভ্যান চালক উভয়ই গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হলে চিকিৎসাধী অবস্থায় আনছার আলী মারা যায় ও তার ছেলে ভ্যান চালক আমির আলীকে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে প্রেরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাকের চাপায় হতাহত ২

৭ নভেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ