Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো উপস্থাপনায় দীপা খন্দকার

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনয়ে দীপা খন্দকারকে নিয়মিত হলেও উপস্থাপনায় খুব বেশি একটা দেখা যায় না। তবে নতুন একটি অনুষ্ঠান উপস্থাপনা করে বেশ সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। অনুষ্ঠানের নাম ‘হাউজ ওয়াইফ’। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কথা বলেন দীপা খন্দকার। ‘চ্যানেল টুয়েন্টিফোর’-এ তার উপস্থাপনায় অনুষ্ঠানটির প্রচারও শুরু হয়েছে। প্রতি মঙ্গলবার রাত আটটায় অনুষ্ঠানটি প্রচার হচ্ছে। অনুষ্ঠানটির উপস্থাপনা প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘এর আগেও আমি দুটি চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা করেছি। নতুন অনুষ্ঠানটির উপস্থাপনা করার মধ্যে ভালোলাগার বিষয় হচ্ছে, এখানে সাম্প্রতিক এমন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, যা উপস্থাপনা করতে না এলে সেসব বিষয়ে ধারণা লাভ হতো না। আমি সাম্প্রতিক অনেক বিষয় সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটিতে আলোচনা করতে পারছি বেশ অনায়াসেই। অনুষ্ঠানটি প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। এতোটা সাড়া পাবো ভাবিনি। সত্যি বলতে কী দর্শক একটু ভিন্ন ধরনের অনুষ্ঠান দেখতে পছন্দ করেন। এই অনুষ্ঠানই তার প্রমাণ।’ উল্লেখ্য এর আগে দীপা খন্দকার আরটিভি ও একুশে টিভির দুটি ভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন। তবে এই দুটি চ্যানেল ছাড়াও বিভিন্ন উৎসবের বিশেষ অনুষ্ঠানেও উপস্থাপনা করেছিলেন দীপা খন্দকার। এদিকে দীপা খন্দকার নিয়মিত অভিনয় করছেন মাছরাঙ্গা টিভিতে প্রচার চলতি আকরাম খান পরিচালিত ‘হাউজ ওয়াইফ’ এবং বাংলাভিশনে প্রচার চলতি আল হাজেন পরিচালিত ‘লড়াই’ ধারাবাহিকে। দুটি ধারাবাহিকেই তিনি দুটি ভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবারো উপস্থাপনায় দীপা খন্দকার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ