Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেন্যু সংকটে দুর্ভাবনায় কর্মকর্তারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৯:০১ পিএম

কমনওয়েলথ, এশিয়ান ও ইসলামিক সলিডারিটি গেমসের খেলা চলতি বছরই অনুষ্ঠিত হবে। গেমসগুলোকে সামনে রেখে ১ মার্চ থেকে অনুশীলন শুরু করতে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন ফেডারেশনগুলো। কিন্তু ভেন্যু সংকট নিয়ে দুর্ভাবনায় পড়েছেন ক্রীড়া সংগঠকরা। এ নিয়ে রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ট্রেনিং এন্ড ডেভলপমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিওএ’র কোষাধ্যক্ষ এবং ট্রেনিং ও ডেভলপমেন্ট কমিটির সদস্য সচিব এ,কে সরকার বলেন,‘আগামী ১ মার্চ থেকে আসন্ন তিন গেমসের অনুশীলন শুরু হবে। ব্যক্তিগত ডিসিপ্লিনগুলোর অনুশীলন চলবে। দাবা, ব্রিজ, গলফ এই ডিসিপ্লিনগুলো যেহেতু এশিয়ান গেমসে খেলবে, তাই তাদের অনুশীলন শুরু হবে জুন মাস থেকে।’

জিমন্যাস্টিক্স, তায়কোয়ান্দো ও কুস্তি- এই তিন ডিসিপ্লিনেই ব্যক্তিগত ইভেন্ট রয়েছে। অনুশীলনকালে তারা সব সময়ই জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) জিমন্যাশিয়াম ব্যবহার করে। আসন্ন গেমসগুলোর প্রস্তুতির জন্য এই তিন ডিসিপ্লিনের অনুশীলনের স্থান ও সমন্বয় নিয়ে সভায় আলোচনা হয়েছে। এই প্রসঙ্গে এ,কে সরকার বলেন, ‘জিমন্যাস্টিক্সের সভাপতি (শেখ বশির আহমেদ মামুন ) বিদেশে আছেন। শিগগিরই তিনি দেশে ফিরবেন। তখন তিন ডিসিপ্লিনের কর্মকর্তারা এক সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন কখন কারা এনএসসি’র জিমন্যাশিয়াম ব্যবহার করবেন।’ আন্তর্জাতিক গেমসকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশ যেখানে পদক লড়াই ও পারফরম্যান্স নিয়ে ভাবনায়, তখন বাংলাদেশের ফেডারেশনগুলো অনুশীলন ভেন্যুর সংকটে চিন্তায় মগ্ন! স্বাধীনতার ৫০ বছর পেরিয়েও জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর এই ভেন্যু সংকট সত্যিই দুঃখজনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ