প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : আমার বুকের মধ্যেখানে মন যেখানে হƒদয় যেখানে’, ‘আমার সারা দেহ খেও গো মাটি’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে থাকবো’, ‘এই আছি এই নাই, ওরে এই আছি এই নাই’- এ গানগুলো ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘নয়নের আলো’ ছবিতে ব্যবহার করা হয়েছে। যার সবগুলো গানের কথা লেখার পাশাপাশি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। প্রয়াত বেলাল আহমেদ পরিচালনায় এতে অভিনয় করেন জাফর ইকবাল, সুবর্ণা মুস্তাফা ও কাজরী। ব্যবসা সফল এ ছবিটি ১৯৯৮ সালে কলকাতায় রিমেক করেন পরিচালক স্বপন সাহা। ‘নয়নের আলো’ নামের ওই রিমেকে অভিনয় করেন তাপস পাল, ইন্দ্রানী হালদার, প্রসেনজিৎ, শ্রীলেখা মিত্র। এতে ‘আমার সারা দেহ খেও গো মাটি’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে থাকবো’ গান তিনটি ব্যবহার হয়েছে। কিন্তু সুরকার ও গীতিকারের নামের জায়গায় ব্যবহার করা হয়েছে অন্যের নাম। বিষয়টি নিয়ে গত ৪ নভেম্বর ফেসবুকে বিস্ময় আর হতাশা প্রকাশ করে এক স্ট্যাটাসে আহমেদ ইমতিয়াজ বুলবুল লিখেছেন, ‘অবাক করা বিষয় এই ছবিটিতে সুরকারের নাম অশোক ভদ্র এবং কথা সুভাষ ভদ্র ও সমীর ঘোষ উল্লেখ করা হয়েছে। এ কেমন কথা! এ-ও কি হয়! আবার এক জায়গায় লেখা আছে, গানের কথা প্রচলিত।’এই স্ট্যাটাসের সংগীতাঙ্গনের শিল্পীরাও নিন্দা জানিয়েছেন। গুণী শিল্পী ফেরদৌসী রহমান বলেন, ‘অবাক কাÐ। কিছু একটা করা দরকার। এতো দিন দুপুরে ডাকাতির মত বিষয়! এছাড়াও আহমেদ ইমতিয়াজ বুলবুলের স্ট্যাটাসে কমেন্ট করেছেন গীতিকার কবির বকুল, কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, রিজভী ওয়াহিদ, নতুন প্রজšে§র সংগীতশিল্পী সাব্বির জামান, নাট্যকর্মী রুমা মোদক। এই সকল তারকারা প্রতিবাদ জানানোর পাশাপাশি আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আইনি পদক্ষেপ নেয়ারও আহŸান জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।