ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. গাজী মাহ্বুবুল আলম ইউনিভার্সিটি টেকনোলজি অব মালয়েশিয়া (টঞগ) আয়োজিত ও মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ইনোভেশন ইন বিজনেস স্ট্র্যাটেজিতে কি-নোট স্পিকার হিসেবে অংশ নেয়ার জন্য গত ৩০ অক্টোবর মালয়েশিয়া গেছেন। ওই কনফারেন্সে কি-নোট স্পিকার হিসেবে আরো থাকবেন মালয়েশিয়ায় নিয়োজিত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। কনফারেন্স শেষে ড. গাজী মাহ্বুবুল আলম হায়ার এডুকেশন সামিটে কি-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্যে যাবেন। এর আগে তিনি গত ৮-৯ অক্টোবর কি-নোট স্পিকার হিসেবে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন সাচটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্টে অংশ নেন। এছাড়া গত ১০ আগস্ট আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত এশিয়ান কাউন্সিল অব সায়েন্স এডিটরের বার্ষিক সম্মেলনে ড. গাজী মাহ্বুবুল আলম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
ষ শিক্ষাঙ্গন রিপোর্ট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।