Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে চেলসির ‘দায়িত্ব’ ছাড়লেন আব্রামোভিচ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৩৬ পিএম

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু পর ইংল্যান্ডের মাটিতে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের ফুটবল ক্লাবের মালিকানা সমালোচনার মুখে পরে আব্রামোভিচ। অবশেষে সেই চাপের মুখেই হার মানলেন চেলসির মালিক। মালিকানা না ছাড়লেও, ‘দায়িত্ব’ ছেড়েছেন ক্লাবের। শনিবার রাতে চেলসির অফিসিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, চেলসির দাতব্য সংস্থার তত্ত্বাবধায়কদের হাতে ক্লাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তর করেছেন তিনি। সেই বিবৃতিতে রোমান আব্রামোভিচ বলেন, ‘প্রায় ২০ বছরের মালিকানায় আমি সবসময়ই নিজেকে একজন অভিভাবকের ভূমিকায় দেখেছি। সেই অভিভাবক, যার দায়িত্ব হচ্ছে সাফল্য নিশ্চিত করা, আজ যেমন সফল দল আমরা, তেমন সাফল্য। সঙ্গে ভবিষ্যতের জন্যও দলকে গড়া, সেটা আমাদের পরিমণ্ডলে ইতিবাচক ভূমিকা পালন করেই। আমি সবসময়ই হৃদয়ে ক্লাবের সেরা স্বার্থটাকে সামনে রেখেই সিদ্ধান্তগুলো নিয়েছি। সে কারণেই আমি আজ চেলসির দাতব্য সংস্থার তত্ত্বাবধায়কদের হাতে চেলসি ফুটবল ক্লাবের যত্ন নেওয়ার দায়িত্ব হস্তান্তর করছি।’ তবে চেলসির স্বার্থসহ যাবতীয় বিষয় রক্ষণাবেক্ষণের দায়িত্বটা তিনি ঠিক হাতেই ন্যস্ত করেছেন বলে মনে করছেন তিনি। এ বিষয়ে বলেন,‘আমি বিশ্বাস করি, তারা এখন ক্লাবের স্বার্থ, খেলোয়াড়, স্টাফ ও ভক্তদের দেখভাল করার জন্য সেরা অবস্থানে আছে।’ ২০০৩ সালে চেলসির মালিকানা কেনেন আব্রাহামোভিচ। তার সময়ে দারুন সাফল্য পেয়েছে ক্লাবটি। প্রিমিয়ার লিগে তারা যে ৬টি শিরোপা জিতেছে তার ৫টিই এই সময়ে। দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে ২০১১-১২ ও ২০২০-২১ মৌসুমে। হঠাৎ এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ অবশ্য দেখাননি আব্রাহামোভিচ। ক্লাবের পক্ষ থেকেও তেমন কিছু বলা হয়নি।তবে, ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ব্রিটিশ প্রধান মন্ত্রী বরিস জনসন রাশিয়ার বেশ কয়েক জন ব্যক্তি ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। উল্লেখ্য’ এর আগে যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে লেবার পার্টির সংসদ সদস্য ক্রিস ব্রায়ান্ট তার চেলসির মালিকানা নিয়ে প্রশ্ন তুলে বসেন। ২০১৯ সালের কিছু নথি, যেখানে আব্রামোভিচের ‘ক্ষতিকর কার্যকলাপ’ এর ফিরিস্তি ছিল, তা সামনে আনেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ