Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুতিন ড্রামের মতো বাইডেনকে বাজাচ্ছেন: ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০৯ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ফের রাশিয়ার প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন এবং রাশিয়ার মারাত্মক আক্রমণের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘একজন সাহসী ব্যক্তি’ বলে অভিহিত করেছেন।

‘তিনি একজন সাহসী মানুষ, তিনি ঝুলে আছেন,’ ট্রাম্প বার্ষিক কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে জেলেনস্কি সম্পর্কে বলেছিলেন, এমনকি তিনি পুতিনকে ‘স্মার্ট’ বলে প্রশংসা করা থেকে সরে দাঁড়াতে অস্বীকার করেছিলেন। ‘সমস্যাটি এই নয় যে পুতিন স্মার্ট, যা অবশ্যই, তিনি স্মার্ট,’ ট্রাম্প বলেছিলেন। ‘সমস্যা হল যে আমাদের নেতারা বোকা... এবং এখনও পর্যন্ত, তাকে এই প্রতারণা এবং মানবতার উপর আক্রমণ থেকে সরে যেতে দিয়েছে।’

আর সেই অভিযানের দায় চাপিয়ে দিলেন তার উত্তরসূরি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাঁধে। সরাসরি তাকে অকর্মণ্য বা অপদার্থ না বলে ট্রাম্প বললেন, ‘পুতিন ড্রামের মতো বাইডেনকে বাজাচ্ছেন এবং এটি দেখার মতো সুন্দর জিনিস নয়।’ রিডায় তার দল রিপাবলিকান পার্টির রাজনৈতিক কর্মসূচি সংক্রান্ত সম্মেলনে বাইডেনের বিরুদ্ধে এই ভাবেই সরাসরি তোপ দাগলেন ট্রাম্প। ইউক্রেন পরিস্থিতিতে তার দেশের জনমত কোন দিকে ঝুঁকছে, তা টের পেয়েই দলের রাজনৈতিক সম্মেলনে তার সপ্তাহখানেক আগের ঘোষিত অবস্থান সম্পূর্ণ বদলে ফেলেন আমেরিকার পূর্বতন প্রেসিডেন্ট।

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর মুখে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দরাজ গলায় শংসাপত্র দিয়েছিলেন ট্রাম্প। ‘বিদ্রোহীদের হাতে থাকা’ ইউক্রেনের কিছু অঞ্চলকে মুক্ত করার লক্ষ্যে এগোচ্ছেন বলে সেই সময় পুতিনকে ‘রক্ষাকর্তা’, ‘শান্তির দূত’ তকমা দিতে দ্বিধা করেননি। তার ইউক্রেন আক্রমণের পরিকল্পনাকে সেই সময় ‘প্রতিভাধরের পদক্ষেপ’-ও বলেছিলেন ট্রাম্প।

মানুষের সঙ্গে এই ‘প্রতারণা’, ‘মানুষের উপর এই অবর্ণনীয় অত্যাচার’ সংঘটিত হতে দেওয়ার জন্য এ বার সেই ট্রাম্পই দলের রাজনৈতিক সম্মেলনে বাইডেনের কড়া সমালোচনা করে বললেন, ‘বাইডেনকে দেখছি পুতিনের হাতের পুতুল হয়ে গিয়েছেন। দেখে কষ্ট হচ্ছে। খুবই দুঃখজনক। পুতিনের সঙ্গে আমার যে বন্ধুত্ব ছিল, তাতে হোয়াইট হাউসে আমি থাকলে এটা কিছুতেই হতে পারত না।’ ট্রাম্প এ-ও বলেছেন, ‘ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ ভয়ঙ্কর। আপত্তিকর। নৃশংসতায় ভরা। ইউক্রেনের দেশপ্রেমী মান‌ুষের জন্য প্রার্থনা করছি।’ সূত্র: সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ