Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিয়ম ভাঙলেন পোপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

সকল প্রোটোকল ভেঙে শুক্রবার তিনি রাশিয়ান দূতাবাসে গিয়েছিলেন। রাশিয়ার রাষ্ট্রদূতকে যুদ্ধ সম্পর্কে তার উদ্বেগের কথা জানিয়েছেন। আগেই অবশ্য ভ্যাটিক্যানের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা করা হয়েছিল। তারপরই পোপ রাশিয়ান দূতাবাসে গিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন।
তবে পোপ ফ্রান্সিসের এ পদক্ষেপ নজিরবিহীন। কারণ সাধারণত পোপেরা ভ্যাটিকানে রাষ্ট্রদূত ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে দেখা করেন। কূটনৈতিক প্রটোকল অনুযায়ী ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূততের ডেকে পাঠাতে পারেন। কিন্তু ফ্রান্সিস ভ্যাটিকানের সেই নিয়ম ভেঙে শহর ছেড়ে রুশ দূতাবাসে পৌঁছে যান। সেখানেই গিয়ে রাশিয়ার ইউক্রেন হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভ্যাটিকানের এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্রান্সিসের আগে এমন কোনো কাজ পূর্ববর্তী কোনো পোপ করেছেন কিনা তাদের জানা নেই। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বিষয়টি নিশ্চিত করেছেন। হলি সি-র একটি প্রেস অফিসও বলেছে, পোপ রাশিয়ান দূতাবাসে গিয়েছিলেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ান দূতাবাসে গিয়ে তিনি স্পষ্ট করে জানিয়েছেন তার উদ্বেগের কথা। সেখানে তিনি প্রায় আধ ঘণ্টা ছিলেন। কথা বলেছেন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে। তিনি যুদ্ধের শেষ করার জন্য আলোচনার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী বুধবার ইউক্রেনের শান্তির জন্য তিনি উপবাস করবেন। একই সঙ্গে তিনি প্রার্থনা করবেন যুদ্ধ আক্রান্তদের জন্য।
তবে পোপ ফ্রান্সিস প্রকাশ্যে রাশিয়াকে ডেকে যুদ্ধ নিয়ে কথা বলতে এখনও চাইছেন না। একটি অংশ মনে করছে, রাশিয়ান অর্থোডক্স চার্চের বিরোধিতার ভয়ে তিনি কিছুটা বলেও চুপ রয়েছেন। ভ্যাটিকান থেকে পোপ ফ্রান্সিস জানিয়েছেন, আগামী সপ্তাহে রোববার তিনি নির্ধারিত ফ্লোরেন্স সফর বাতিল করেছেন। তীব্র হাঁটুর ব্যার্থার কারণেই এ সফর বাতিল করেছেন বলেও জানিয়েছেন। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ