গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ধানমন্ডির ক্যাফে রিও এবং ফরেস্ট লাউঞ্জ বুফে রেস্টুরেন্টকে ৫ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) অধিদপ্তরের এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
তিনি গণমাধ্যমকে জানান, অভিযানে জাস্টিস আমিন আহমেদ টাওয়ারে অবস্থিত ক্যাফে রিও এবং দি ফরেস্ট লাউঞ্জ নামে দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ তরল দুধ সংরক্ষণ করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় পাওয়া যায়। এ জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা করে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অধিদপ্তর জানায়, ক্যাফে রিওতে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া তৈরি মিষ্টি পাওয়া গেছে। এছাড়াও মিষ্টি তৈরির তারিখ উল্লেখ ছিল না। রান্নাঘরে ময়লা রাখার ডাস্টবিনটিও খোলা ছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফরেস্ট লাউঞ্জে ১৫ দিন আগের মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া গেছে। এ জন্য জরিমানার পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে এ বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।