Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে দু’দিনের চিত্র প্রদর্শনী শুরু

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ক্রিয়েটিভ ওয়ার্ল্ড অব শান্ত-মারিয়াম শীর্ষক দুই দিনের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য থেকে শুরু করে পেশাগত জীবনের শিষ্টাচার পর্যন্ত প্রয়োজনীয় সার্বিক দিকে শিক্ষা গ্রহণ, শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ এবং দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা এই চিত্রে তুলে ধরা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। প্রদর্শনীটি গতকাল (শনিবার) সকাল ১১টা থেকে আজ বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হবে। দু’দিন ব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্ট মোঃ আব্দুল হামিদের স্ত্রী রাসিদা খানম। এসময় তিনি তাঁর বক্তব্যে কর্মমুখী, সৃজনশীল ও সাংস্কৃতিক শিক্ষা গ্রহণের মাধ্যমে বাংলাদেশকে অসম্প্রদায়িক ও দক্ষ মানব শক্তির দেশ হিসেবে গড়ে তুলতে সকল শিক্ষার্থী তথা এ প্রজন্মকে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোঃ ইমামুল কবীর শান্ত, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী মো: মোফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার। দু’দিন ব্যাপী এই আয়োজনের প্রথম দিনের দ্বিতীয় পর্বে নবীন শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানানো হয় এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরণ করে নেয়া হয়। বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. কাজী মো: মোফিজুর রহমান। তিনি নতুন প্রজন্মকে কর্মমুখী সৃজনশীল শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে দিক নির্দেশনা ও অনুপ্রেরণা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে দু’দিনের চিত্র প্রদর্শনী শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ