Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চলচ্চিত্র অভিনেত্রী নাসরিনের অভিযোগ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা নাসরিনকে নিয়ে কে বা কারা নোংরা তথ্য ছড়াচ্ছে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এ নায়িকা। ইতোমধ্যে তার স্বামী মোস্তাফিজুর রহমান রিয়েল গত ১০ ফেব্রুয়ারি রামপুরা থানায় জিডি করেছেন। জিডি নম্বর ৫৩৯। নাসরিন জানান, অনেক কষ্ট আর সংগ্রাম করে চলচ্চিত্রে আমি নিজের অবস্থান তৈরি করেছি। চলচ্চিত্র জগতের যারাই আমাকে চেনেন তারা সবাই জানেন আমি কেমন মানুষ। আমার চরিত্রের বদনাম কেউ দিতে পারবে না। কারো উপকার ছাড়া কখন ক্ষতি করার চেষ্টা করিনি। আমাকে তারা জানেন না বলেই এমন নোংরামি করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে আমাকে সামাজিক, মানসিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। দেশে আইন আছে, আমি আইনের দ্বারস্থ হয়েছি। নিশ্চয়ই আইন প্রয়োগকারি সংস্থা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। তা নাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর উপায় থাকবে না। নাসরিনের দাবি, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বা ব্যক্তিগত কোন আক্রোশ থেকে তাকে নিয়ে নিম্নমানের পত্রিকা, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে মিথ্যা, নোংরা, কুরুচিপূর্ণ তথ্য প্রচার করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র অভিনেত্রী নাসরিনের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ