Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অচিরে ‘কিল বিল থ্রি’র সম্ভাবনা দেখেন না উমা থারম্যান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

‘কিল বিল’ দুই পর্বে উমা থারম্যান রুপায়িত ‘বিয়েট্রিক্স‘দ্য ব্রাইড’ কিডোকে অ্যাকশন ফিল্মের ভক্তরা কে ভুলতে পারে? অভিনেত্রী জানিয়েছিন, কুয়েন্টিন ট্যারান্টিনো পরিচালিত সিরিজটির তৃতীয় একটি পর্ব নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, তবে সম্প্রতি এই পরিকল্পনা স্থগিত হয়ে আছে। তিনি বলেন, আমি এ সম্পর্কে আসলে কিছু বলতে পারছি না। দীর্ঘদিন দলেই এ নিয়ে আলাপ চলছে। তিনি জানান, ভক্তদের নিরাশ করতে চান না তিনি, তবে অচিরেই এই ফিল্মটি নির্মাণের কোনও সম্ভবনা দেখছেন না তিনি। ট্যারান্টিনো এর আগে ঘোষণা দিয়েছিলেন, তার দশম ও পরের ফিল্মটিই হবে পরিচালনার শেষ ফিল্ম। বর্তমানে থারম্যান তার ‘সাসপিশন’ থ্রিলার সিরিজ কাজ করছেন। তিনি জানান, ‘কিল বিল থ্রি’ নির্মাণের সম্ভাবনা নিয়ে তার কোনও ধারণা নেই। তিনি বলেন, আমি আসলেও জানি না, তার দশম ফিল্ম কোনটি। তবে জানি, তিনি শুধু দশটি ফিল্মই নির্মাণ করবেন। তবে তার কাছেই শুনেছি, এতে টেলিভিশন অন্তর্ভুক্ত নয়। আমি জানি, তার সামনে অনেক কাজ থাকবে। আমার বিশ্বাস, সিকুয়েল তার ১০টি ফিল্মে অন্তর্ভুক্ত হবে না। তাই যদি আরেকটি ‘কিল বিল’ নির্মিত হয় তা তার দশম ফিল্ম হিসেবে গণ্য হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিল বিল থ্রি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ