মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনকে আবারও সদস্য করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, টুইটারে প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেছেন, ইইউতে ইউক্রেনের সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এর ফলে দীর্ঘদিন ধরে চলে আসা আলোচনা একবারে বন্ধ হয়ে যাবে।
রুশ সেনারা ইউক্রেনের কিয়েভে ঢুকে পড়েছে। বিস্ফোরণ ও গোলাগুলি চলছে, মানুষ হতাহত হচ্ছে। এরই মধ্য জেলেনস্কি এই আহ্বান জানালেন। বিশেষজ্ঞরা বলছেন, এতে করে উত্তেজনার পারদ আরও বাড়বে।
জেলেনস্কি বলেন, তিনি ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেলের সঙ্গে এনিয়ে কথা বলেছেন। ইউক্রেনীয়দের বীরত্বপূর্ণ সংগ্রাম নিয়েও তিনি আলোচনা করেছেন বলে জানান।
অথচ ইউক্রেনের ন্যাটোর সদস্য হতে চাওয়া নিয়েই এই আগ্রাসন।
রাশিয়া পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নিশ্চয়তা চায় যে ইউক্রেনকে কখনো ন্যাটোর সদস্য করা হবে না। তবে, রাশিয়ার এই দাবির নিশ্চয়তা দিতে রাজি নয় পশ্চিমা দেশগুলো।
পুতিন মনে করেন, রাশিয়াকে চারদিক থেকে ঘিরে পশ্চিমা দেশগুলো ন্যাটোকে ব্যবহার করছে। ইউক্রেনকেও এ উদ্দেশ্যে ন্যাটোতে নেওয়া হতে পারে। এ কারণে পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণের বিরোধিতা করছেন তিনি। সূত্র : আল-জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।