Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইটভাটাকে জরিমানা

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৭ এএম

লাইসেন্স বিহীন ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার করার দায়ে দু’টি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ওহাব ব্রিকস ও আমব্রি ব্রিকসের স্বত্তাধিকারীকে চার লাখ টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটাতে থাকা দু’টি টিনের তৈরি বাংলা চিমনি ভেঙে দেয়া হয়। একই সঙ্গে লাইসেন্স বিহীন ভাটা পরিচালনার দায়ে ভাটা মালিকদের চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইটভাটাকে জরিমানা

২৬ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ