প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘হাফ মেন্টাল পাড়া’। এটি নির্মাণ করছেন জয় সরকার। রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। এর শুটিং হচ্ছে পুবাইল ও ৩০০ ফিটে। এতে অভিনয় করছেন মারজুক রাসেল, আনিসুর রহমান মিলন, মুকিত জাকারিয়া, ওয়াহিউল হক রুমি, মুসাফির সৈয়দ বাচ্চু, নাবিলা ইসলাম, নাদিয়া নদী, সাবরিনা সুইটি, শেলী আহসান, হান্নান শেলীসহ অনেকে। নির্মাতা জানান, ধারাবাহিকটির নামের সঙ্গে গল্পের মিল খুঁজে পাবেন দর্শক। অনেক দিন পর ভিন্ন আঙ্গিকে ধারাবাহিক নাটক নির্মাণ শুরু করেছি। তাই গল্প নির্বাচনে সতর্ক ছিলাম। এ ধারাবাহিকে প্রত্যেকের চরিত্রেও দর্শক নতুনত্ব পাবে। এস আর মাল্টিমিডিয়া প্রযোজনার নাটকটির গল্পে দেখা যাবে, গ্রামের নাম কুসুমপুর। এই গ্রামের একটা পাড়া মেন্টাল পাড়া হিসাবে পরিচিত। পাড়ার সব পরিবারেই কমপক্ষে একজন করে মেন্টাল বা মানসিক রোগী আছে। কারো বাড়ির বাবা, কারো বাড়ির ছেলে আবার কারো বাড়ির মেয়ে। কিংবা কারো বাড়ির সবাই মেন্টাল। বংশ পরমপরায় তারা এই ধারা বয়ে চলেছে এবং এটা নিয়ে তারা গর্বও করে। তবে তাদের পাগলামীর ধরণ ভিন্ন, কেউ নীতিবান পাগল, কেউ প্রেমের পাগল, কেউ ফেসবুক পাগল, কেউ সেলফি ও টিকটক পাগল, কেউ ইলেকশনের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ মামলার পাগল এমন আরো অনেক বিষয়ে তাদের পাগলামি রয়েছে। কুসুমপুরের অন্যান্য মানুষজন এটা নিয়ে মজা করে। যদিও মেন্টাল পাড়ার কেউই স্বীকার করে না তারা পুড়োপুড়ি পাগল। নির্মাতা জানান, শিঘ্রই একটি চ্যানেলে নাটকটি প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।