Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নাগিন ৬’তে থাকছেন না আম্রপালি গুপ্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৯ এএম

অতিপ্রাকৃত কল্পকাহিনী ‘নাগিন ৬’তে আম্রপালি গুপ্ত থাকছেন না বলে জানা গেছে। এর আগে আসন্ন সিজনের একটি প্রচারণামূলক পর্বের বিজ্ঞাপনে তাকে দেখান হয়েছিল, তাতে তিনি সিরিয়ালটিতে থাকবেন বলেই সবার ধারণা জন্মেছিল সবার। পক্ষান্তরে অভিনেত্রী বলেছেন, আমি ‘নাগিন ৬’-এর অংশ নই। আমি শুধু একটি প্রচারণামূলক পর্বে কাজ করেছি। তাদের সঙ্গে কাজ উপভোগ করেছি। আমার ভক্তরা আমার উপস্থিতির প্রশংসা করেছে। এরপর খবর বেরোয় আমি সিরিয়ালটিতে অভিনয় করব। তবে, আমি অন্য একটি সিরিয়ালে কাজ করছি যেটির কথা অচিরেই প্রকাশ করব। আমি একতা (কাপুর) ম্যা’ম, মেহেক চাহাল, তেজস্বী প্রকাশ এবং বাকিদের একটি সফল সিজন উপহার দেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি,” আম্রপালি জানান তিনি খল ভূমিকায় অভিনয় পছন্দ করেন। ‘অনেকদিন আমি সম্পূর্ণ খল ভূমিকায় অভিনয় করিনি। তবে, অভিনয়শিল্পী হিসেবে আমি খল চরিত্রে অভিনয় পছন্দ করি। কারণ এই ধরণের চরিত্র করে অভিনয়শিল্পী অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করে। এছাড়া খল বা ভ্যাম্পদের সাজও আমার পছন্দের। কেতাদুরস্ত পোশাক, রত্ন, অভিজাত রূপ,’ আম্রপালি বলেন। তিনি এর আগে ‘তিন বহুরানিয়াঁ’তে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া ‘তুঝসে হ্যায় রাবতা’তেও তিনি পজিটিভ মমতা ভার্মার ভূমিকায় অভিনয় করেছেন। এরপর ‘কবুল হ্যায়’, ‘ইশাকবাজ’, এবং অন্য কয়েকটি সিরিয়ালে খল অভিনয় করে তিনি প্রশংসিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘নাগিন ৬’তে থাকছেন না আম্রপালি গুপ্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ