রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : রাজাপুরের বাগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শহিদুল ইসলামের বাইপাস সংলগ্ন নতুন রাস্তা এলাকার ১৭ শতাংশ ভিটার ৮১টি রেইন্ট্রি গাছ শুক্রবার গভীর রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাজাপুর থানায় গতকাল শনিবার বিকেলে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শিক্ষক মো. শহিদুল ইসলাম জানান, কয়েক বছর আগে তারা ৪ জনে মিলে ওই জমি ক্রয় করে বাগান বানিয়ে গত বছর শতাধিক রেইন্ট্রি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণকৃত ও সবজির চাষ করেন। তিনি জানান, গতকাল গভীর রাতের আঁধারে দুর্বৃত্তরা ওই বাগানের রোপা ৮১টি রেইন্ট্রি গাছ কেটে ও ভেঙে ফেলেছে। পরিচর্যা করায় গাছগুলো বেড়ে উঠা শুরু করেছিল। স্থানীয় একাধিক সূত্র জানান, ওই এলাকায় রাতে গাঁজাসেবীর আড্ডা বসে ওই গাঁজাসেবীদের ব্যবহার করে স্থানীয় একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।