মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ইউক্রেন ইস্যুতে চীন সবসময় শান্তি ও ন্যায়ের পক্ষে রয়েছে।
জানা গেছে, মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন, চীনসহ সকল দেশেরই ইউক্রেন ইস্যুতে কোন পক্ষে দাঁড়াবে- তা ঠিক করতে হবে। এ প্রসঙ্গে ওয়াং ওয়েন পিন বলেন, ‘আমরা সবসময় মনে করি, ইউক্রেন সমস্যার জটিল ঐতিহাসিক ফ্যাক্টর রয়েছে, বিভিন্ন পক্ষের নিরাপত্তাকে সম্মান করতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের উচিত ঠাণ্ডাযুদ্ধের চিন্তাধারা বাতিল করে সংলাপের মাধ্যমে ইউক্রেন এবং সংশ্লিষ্ট সমস্যার সার্বিক সমাধানের উপায় খুঁজে বের করা। এ জন্য চূড়ান্তভাবে ভারসাম্যপূর্ণ, কার্যকর ও অবিরাম ইউরোপীয় নিরাপদ ব্যবস্থা কাজে লাগাতে হবে।’
চীনা মুখপাত্র আরও বলেন, পরবর্তীতে চীন রাজনৈতিক উপায়ে ইউক্রেন সমস্যার সমাধানে নিজের প্রচেষ্টা চালাবে। চীন মনে করে, সংশ্লিষ্টদের উচিত সংযম ও যৌক্তিকতা বজায় রাখা। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।