বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার ডুমুরিয়া উপজেলায় চুকনগর সুন্দরবন আবাসিক হোটেল থেকে এক ভূয়া সেনাবাহিনীর কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দাল ইউনিয়নের খেড়ুয়ারডাঙ্গা গ্রামের শাহাজান আলী ফকিরের পুত্র সাইদুল ইসলাম ফকির (৪০)।
থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানায়, গত ১ ফেব্রুয়ারি তিনি সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে চুকনগর সুন্দরবন আবাসিক হোটেলে ওঠে। গত ২৩ দিন ধরে আবাসিক হোটেলে থাকায় বিষয়টি পুলিশের নজরে পড়ে। তাছাড়া একজন সেনা কর্মকর্তা থানা পুলিশকে অবহিত না করে দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলে থাকার বিষয়টি পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ তার গতিবিধি লক্ষ্য করতে থাকে।
একপর্যায়ে বৃহস্পতিবার রাতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমানের নির্দেশে পুলিশ চুকনগর সুন্দরবন আবাসিক হোটেলে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময় তিনি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন তিনি সেনাবাহিনীর কর্মকর্তা নয়। আটকের সময় তার কাছ থেকে ৪টি মোবাইল ফোন, সেনাবাহিনীর ২টি মাস্ক, ২টি টি শার্ট, ১ সেট খেলাধুলার পোষাক, ১টি হাত ব্যাগ ও ৭/৮ জনের কাগজপত্র উদ্ধার করা হয়।
এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানায়, আটককৃত ভূয়া সেনাবাহিনীর সদস্যকে শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।