Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারফিউ জারি হলো ইউক্রেনের রাজধানী কিয়েভে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৫৯ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে কারফিউ জারি করা হয়েছে। নগরীর মেয়র ভিটালি ক্লিটসকো আজ বৃহস্পতিবার এই কারফিউ ঘোষণা করেছেন। কিয়েভে প্রতিদিন রাত ১০টা থেকে স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত এই কারফিউ থাকবে। মেয়র তার অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিবৃতি শেয়ার করেছেন। -সিএনএন, বিবিসি

তিনি বলেন, সামরিক হামলার মধ্যে এবং সামরিক আইন বলবৎ থাকা অবস্থায় রাজধানীর বাসিন্দাদের নিরাপত্তার জন্য এটি প্রয়োজনীয়। কারফিউ চলাকালীন গণপরিবহন বন্ধ থাকবে। তবে মেট্রো স্টেশনগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য খোলা থাকবে। আমরা সকল কিভিবাসীকে সময়মতো বাড়ি ফিরে যেতে বলছি। আপনি যদি কারফিউ চলাকালীন শহরে চলতে চান, বিশেষ করে সমালোচনামূলক সংস্থার হয়ে, তাহলে আপনার অবশ্যই শনাক্তকরণ নথি থাকতে হবে,- যোগ করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ