Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৪৮ পিএম

চীনে আগামী বছর অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্বে খেলবে ২৪টি দল। এর মধ্যে এশিয়ার শীর্ষ ১২ দল আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। বাকি ১২ দল আসবে বাছাই পর্ব থেকে। এই পর্বকে সামনে রেখে গ্রুপিং চূড়ান্ত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বৃহস্পতিবার এএফসির কুয়ালালামপুরস্থ কার্যালয়ে বাছাই পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র’তে বাংলাদেশের জায়গা হয়েছে কঠিন গ্রুপে। টুর্নামেন্টের ‘ই’ গ্রুপে বাংলাদেশ খেলবে শক্তিশালী বাহরাইন, মালয়েশিয়া ও তুর্কমেনিস্তানের বিপক্ষে। এই গ্রুপের আয়োজক মালয়েশিয়া। চলতি বছরের জুনে বাছাই মিশন শুরু করবে লাল-সবুজরা। কুয়ালালামপুরে আগামী ৮ জুন বাংলাদেশ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাহরাইনের বিপক্ষে। ১১ জুন তুর্কমেনিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলার পর ১৪ জুন স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে জামাল ভূঁইয়া বাহিনী। আগে হোম অ্যান্ড ভিত্তিতে হলেও করোনাভাইরাসের কারণে এবার এক ভেন্যুতে বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হবে। খেলা হবে ছয়টি গ্রুপে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন ও সেরা ৫ রানার্সআপ দল উঠবে চূড়ান্ত পর্বে। এছাড়া স্বাগতিক চীন সরাসরি খেলবে চূড়ান্ত পর্বে।

 

এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপিং

‘এ’ গ্রুপ : জর্ডান, কুয়েত, ইন্দোনেশিয়া ও নেপাল।

‘বি’ গ্রুপ : ফিলিস্তিন, ফিলিপাইন, ইয়েমেন ও মঙ্গোলিয়া।

‘সি’ গ্রুপ : উজবেকিস্তান, থাইল্যান্ড, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

‘ডি’ গ্রুপ : ভারত, হংকং, আফগানিস্তান ও কম্বোডিয়া।

‘ই’ গ্রুপ : বাহরাইন, তুর্কমেনিস্তান, মালয়েশিয়া ও বাংলাদেশ।

‘এফ’ গ্রুপ : কিরগিজস্তান, তাজিকিস্তান, মিয়ানমার ও সিঙ্গাপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ