Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৪ শতাংশ কার্বন নিঃসরণ কমাতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১০ এএম

আবহাওয়া সুরক্ষায় কার্বন নিঃসরণ কমাতে বিশ্বজুড়ে প্রচেষ্টা চলছে। সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান নিঃসরণ শ‚ন্যে নামানোর লক্ষ্য নির্ধারণ করছে। এরই অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে জ্বালানি তেল ও গ্যাস সংস্থায় দেয়া ঋণের সঙ্গে যুক্ত নিঃসরণ ৩৪ শতাংশ কমিয়ে আনতে চায় এইচএসবিসি। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকটি প্রথমবারের মতো এ ধরনের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এরই মধ্যে শতাধিক ব্যাংক ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শ‚ন্যে নামানোর প্রতিশ্রুতি দিয়েছে। ব্রিটিশ ঋণদাতা প্রতিষ্ঠানটির টেকসই বিভাগের প্রধান সেলিন হারওয়েয়ার বলেন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা আমাদের অর্থায়ন ও বিনিয়োগের সিদ্ধান্ত নেয়ার পদ্ধতিকে পুনর্র্নিমাণ করছে। এশিয়াজুড়ে করপোরেট গ্রাহকদের প্রধান ঋণদাতা হিসেবে কাজ করছে এইচএসবিসি। পাশাপাশি বিশ্বের কিছু বড় জ্বালানি তেল ও গ্যাস কোম্পানিতে প্রতিষ্ঠানটির বিনিয়োগ রয়েছে। ব্যাংকটির এ সিদ্ধান্ত এখন এশিয়ার অন্যান্য ব্যাংককেও একই লক্ষ্য নির্ধারণের চাপ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। এইচএসবিসি জানিয়েছে, জ্বালানি তেল ও গ্যাসের নিঃসরণ সম্প‚র্ণ কমিয়ে আনার পরিবর্তে তীব্রতা হ্রাসের ওপর ভিত্তি করে লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ