Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিবিআই তদন্তের দাবিতে থানা ঘেরাও আনিসের বন্ধু-স্বজনদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১০ এএম

পশ্চিমবঙ্গের ছাত্রনেতা আনিসের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে বৃহস্পতিবার আমতা থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তার পরিজন এবং পাড়ার মানুষ। তাঁদের দাবি, আনিস-হত্যার ঘটনায় দুই পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হলেও তারা কার নির্দেশে গত শুক্রবার আনিসের বাড়িতে গিয়েছিলেন তা জানা যায়নি। তদন্তকারীদের আগে সেই তথ্য প্রকাশ্যে আনতে হবে। আনিসের হত্যার ঘটনায় যদি পুলিশের আরো বড় কোনো মাথা যুক্ত থাকেন, তবে তাঁকেও গ্রেপ্তার করা হোক। বৃহস্পতিবার আনিস হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশকর্মীÑ হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে আদালতে তোলার কথা। এদিনই আনিস-হত্যার ঘটনায় ছয় দিন পূর্ণ হচ্ছে। আনিসের পারিবারিক এবং ধর্মীয় রীতি অনুযায়ী সকালে কুলখানি হয়েছে আমতার বাড়িতে। আনিসের পরিবার জানিয়েছে, ধর্মীয় কাজ শেষ হলে দুপুরেই আনিসের পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীরা মিছিল করে যাবেন আমতা থানায়। তারা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন। বিক্ষোভের দাবি মূলত দু’টিÑ এক, আনিস-হত্যার ঘটনার সিবিআই তদন্ত হোক এবং দুই, কাদের নির্দেশে আনিসের বাড়িতে গত শুক্রবার চার পুলিশকর্মী এসেছিলেন, তা প্রকাশ্যে জানানো হোক। তাঁদের যুক্তি, থানার ওসি কিছুই জানতেন না, এ কথা বিশ্বাস করা যায় না। প্রসঙ্গত, আনিসকে হত্যার অভিযোগে বুধবার দুই পুলিশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরে রাজ্যের ডিজিপি মনোজ মালবীয় আটক পুলিশকর্মীদের নাম প্রকাশ করেন। এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ