মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানিতে চলতি বছর জানুয়ারিতে আধুনিক রেকর্ড শুরুর পর সবচেয়ে দ্রæতগতিতে বেড়েছে উৎপাদক পর্যায়ে পণ্যের দাম। গত মাসে এ মূল্যবৃদ্ধির হার ছিল ২৫ শতাংশ। ফলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আর্থিক চাপের সম্মুখীন হয়। পাশাপাশি ভোক্তা মূল্যস্ফীতি হারও ছিল ঊর্ধ্বমুখী। জার্মানির ফেডারেল স্ট্যাটিসটিকস অফিসের তথ্যে উৎপাদক মূল্য বাড়ার কারণ হিসেবে জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতিকে দায়ী করা হয়। জার্মান কেন্দ্রীয় ব্যাংক বিডিআই জানায়, এর ফলে হুমকির মুখে পড়েছে দেশের অর্থনীতি। এদিকে রয়টার্সের পূর্বাভাস ছিল, বিদায়ী বছর ডিসেম্বরে উৎপাদক পর্যায়ে মূল্যবৃদ্ধির হারের পুনরাবৃত্তি ঘটবে জানুয়ারিতে। তবে সে সম্ভাবনাকে নাকচ করে দিয়ে জানুয়ারিতে উৎপাদক পর্যায়ে দাম বাড়ার হার ২৫ শতাংশে উন্নীত হয়। অক্টোবরে এ হার ছিল ১৮ দশমিক ৪ শতাংশ ও নভেম্বরে ছিল ১৯ দশমিক ২ শতাংশ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।