Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যুক্তরাজ্যে পণ্যমূল্য বাড়ানোর পরিকল্পনা অধিকাংশ প্রতিষ্ঠানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১০ এএম

যুক্তরাজ্যের অধিকাংশ নির্মাতা উৎপাদিত পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে। তিন মাসের মধ্যে এ দাম বাড়ানো হতে পারে বলে একটি জরিপে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এ সমীক্ষাতেই উঠে আসে, আরো মূল্যস্ফীতির চাপে পড়তে যাচ্ছে ব্রিটিশ অর্থনীতি। খবর দ্য গার্ডিয়ান। দ্য কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি (সিবিআই) বলছে, বিদ্যুতের দাম বেড়ে যাওয়া ও মজুরি বাড়ার ফলে উৎপাদক প্রতিষ্ঠানগুলো মনে করছে তিন মাসের মধ্যে তাদের উৎপাদিত পণ্যের দাম বাড়ানো যায়। ১৯৭৬ সালের পর এবারই প্রথম একযোগে এমন সিদ্ধান্ত বাস্তবায়নের পথে হাঁটছে যুক্তরাজ্যের উৎপাদক প্রতিষ্ঠানগুলো। সিবিআইয়ের জরিপে দেখা গেছে, ফেব্রুয়ারিতে ক্রয়াদেশের প্রবাহ বেশ শক্তিশালী। কারণ হিসেবে বৈশ্বিক চাহিদা বাড়ার কথা বলা হচ্ছে। ক্রয়াদেশের এ প্রবাহ উৎপাদকদের জন্য ভালো। এতে উৎপাদনপ্রবাহও গতিশীল থাকে। গার্ডিয়ান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ