Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলশয্যার রাতে যেভাবে খুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১০ এএম

ভালোবাসার জন্য মানুষ কি না করে। পৃথিবীতে অনেক আজব আজব ঘটনা ঘটেছে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য। এমনি এক আজব ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের তমলুক থানা এলাকাতে। এক তরুণী তার পাতানো ভাইকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাতে রাজি হয়নি ভাই। উল্টো ‘পাতানো বোনের’ মন ভেঙে বিয়ে করেছিলেন, আর সেই বিয়েই কাল হলো। ভালোবাসার মানুষকে অন্য কারও হতে দেখতে পারেননি ওই মহিলা। তাই বউভাতের দিন নতুন ভাবীকে বিষ দিয়ে খুন করল ‘ননদ’। নন্দকুমার থানার সাওড়াবেরিয়া জালপাই ১ নম্বর অঞ্চলের রুপাহার গ্রামের বাসিন্দা বিদ্যুৎ দাস অধিকারী। গেল ৬ ফেব্রুয়ারি তার সঙ্গে বিয়ে হয় তমলুক থানার অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলের গোপীনাথপুর গ্রামে রিয়া দাস অধিকারীর। তাদের বউভাতে আমন্ত্রিত ছিলেন ‘পাতানো বোন’ পুজা মÐল বর্মন। সেখানেই সে কুকীর্তিটি ঘটায়। স্থানীয় সূত্রে খবর, বিদ্যুৎ পেশায় বাসের কন্ডাক্টর। যাতায়াতের পথেই ৩২ বছর বয়সী পুজার সঙ্গে আলাপ হয় তার। পরিবার সূত্রে খবর, বিদ্যুৎ পুজাকে বোন হিসেবে দেখতেন। কিন্তু পুজার মনে অন্যরকম অনুভ‚তি ছিল বিদ্যুতের জন্য। মনের কথা জানিয়েও কোনো কাজ হয়নি। বিদ্যুৎ জানিয়ে দিয়েছিলেন, তিনি পুজাকে বোন হিসেবেই দেখেন। বিয়েতে ‘বোনকে’ আমন্ত্রণও জানিয়েছিলেন। বউভাতে এসে মনের মানুষকে অন্যের হতে দেখতে পারেনি পুজা। পুলিশ সূত্রে খবর, বউভাতের দিন নতুন বউ রিয়ার কোল্ড ড্রিংকসের মধ্যে ঘাস মারার বিষ মিশিয়ে দেয় পুজা। এর পরই অসুস্থ হয়ে পড়েন রিয়া। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাকে। পরে কলকাতায় আনা হলে তাকে বাঁচানো যায়নি। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ