মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুষারপাতে বিপর্যস্ত
তীব্র তুষারপাতে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর। বরফের আস্তরে রাস্তাঘাট ঢাকা পড়ে তৈরি হয়েছে অচলাবস্থা। অনেক হাইওয়েতে গাড়ি চলাচল বন্ধ রয়েছ। খবরে বলা হয়, পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে সমতল এলাকাও ঢাকা পড়েছে বরফের চাদরে। চরমভাবে ব্যাহত হচ্ছে জনজীবন। গুলমার্গ শহরে ৭ ইঞ্চি পর্যন্ত পুরু বরফের আস্তর জমা হয়েছে। এছাড়া গান্দেরবাল জেলা এবং পার্শ্ববর্তী এলাকা থেকেও তুষারপাতের খবর পাওয়া গেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, কাশ্মির এবং পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া আর্দ্র থাকবে বলে আশা করা হচ্ছে। উঁচু পাহাড়ি এলাকায় ভ‚মিধসেরও আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভি।
নেকেড ফেস্টিভ্যাল
যুগ যুগ ধরে বছরের দ্বিতীয় মাসের তৃতীয় শনিবার জাপানে ঘটা করে পালিত হয় নেকেড ফেস্টিভ্যাল। গোটা বিশ্বের কাছে উদ্ভট মনে হলেও ৫০০ বছর ধরে এই রেওয়াজ চলে আসছে জাপানে। সাদা কৌপিন আর মোজা পরে হাজার হাজার জাপানি পুরুষ ঝাঁপ দেন বিলঝিলে। নতুন বছর শস্য শ্যামলা হোক, আশীর্বাদ বয়ে আনুক জীবনে, চলে প্রার্থনা। জাপানি ভাষায় এই উৎসবের নাম ‘হাদাকা মাতসুরি’। প্রতিবছর ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের শনিবার সাইদাইজি কান্নোনিন মন্দিরে জড়ো হন জাপানের তরুণ প্রজন্ম। এ দেশের সবচেয়ে বড় এবং বিখ্যাত মন্দির এটি। এনএইচকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।