Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

সংঘাতের মাঝেই মস্কোতে এসে খুবই শিহরিত : ইমরান খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৩৯ পিএম

রাশিয়ার সঙ্গে চলা ইউক্রেন সংঘাতের মধ্যেই মস্কো সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এমন সময়ে মস্কো সফর করতে পেরে শিহরিত ইমরান খান। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের সাংবাদিক দুই দিনের এই সফরে মুর্তজা আলী শাহের পোস্ট করা একটি ভিডিওতে ইমরান খানকে এমনটি বলতে শোনা গেছে।
মস্কোর বিমানবন্দরে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলাপের সময় ইমরান খান বলেন, কী একটা সময়ে এসেছি...আমি শিহরিত। আমি আপনাকে বলি। আমরা মস্কোতে এসে খুবই শিহরিত।
২৩ বছরের মধ্যে ইমরান খানই প্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী, যিনি রাশিয়া সফরে গেলেন।
এদিকে ইমরান খানের এই সফরে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার নতুন করে আগ্রাসনের বিষয়ে আমরা পাকিস্তানকে আমাদের অবস্থান জানিয়েছি। আমরা তাদের যুদ্ধের বিষয়ে কূটনীতি অনুসরণ করার বিষয়ে অবহিত করেছি। সূত্র : জিও নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ